Skip to main content

Posts

Featured

মোবাইল ফোনে ফিজিক্যাল কিবোর্ড কীভাবে ব্যাবহার করবেন

স্মার্টফোন এর এই সময়ে আমরা প্রায়শই  অনেক বড় বড় লেখালেখির কাজে স্মার্টফোন কিংবা ট্যাবলেট ব্যাবহার করে  থাকি কিন্তু টাচস্ক্রীনে দীর্ঘসময় ধরে টাইপিং করা একই সাথে বিরক্তিকর এবং একঘেয়ে।  সেই ক্ষেত্রে সমাধান হতে পারে ফিজিক্যাল কিবোর্ড এর ব্যাবহার    বাজারে সাধারণত ২ রকম এর কিবোর্ড রয়েছে যা এন্ড্রয়েডে ব্যবহার করা হয়। 1.  সাধারণ  কিবোর্ড 2. ব্লুটুথ /ওয়ারলেস কিবোর্ড   সাধারণ  কিবোর্ড:  এই ধরনের কিবোর্ড ব্যাবহার এর জন্য প্রয়োজন একটা OTG(on the go) adapter এবং আপনার ফোনে OTG এর সাপোর্ট। তারপর OTG adapter (৩০ / ৪০ টাকা হতে শুরু) কে কিবোর্ড এর সাথে যুক্ত করে আপনার ফোনে সংযোগ দিলেই কিবোর্ড কাজ করার জন্য প্রস্তুত হয়ে পড়বে। তবে এ ক্ষেত্রে যেহেতু কিবোর্ডটি আপনার ফোন চার্জ ব্যাবহার করে চলবে সে ক্ষেত্রে চার্জ কিছুটা ড্রেইনিং হবে। ব্লুটুথ /ওয়ারলেস কিবোর্ড :   এ ধরনের কিবোর্ড ব্যাবহার এর ক্ষেত্রে ব্যায় কিছুটা বেশি হবে। তবে আপনার ফোন এর OTG সাপোর্ট না থাকলেও তা কাজ করবে।এছাড়া যেহেতু নিজেদের আলাদা চার্জ ব্যাবহার করে সে ক্ষেত্রে আপনার ফোনের চার্জ ড্রেইনিং এর কোন সম্ভাবনা নেই। এ ধ

Latest Posts

এন্ড্রয়েড ও আইওএস ব্যাবহার করে চর্চা করুন প্রোগ্রামিং